Informatiklab

  • সেমিনারঃ Build Your Career with Design and Development (web/mobile)
  • তারিখঃ ১৫ই ফেব্রুয়ারী, ২০২০
  • সময়ঃ বিকেল ৪ টা - সন্ধ্যা ৭ঃ৩০
  • ভেনুঃ ইনফরমেটিক ল্যাব অফিস (এ/৫ ছায়াবীথি, ইস্টার্ন হাউজিং, মধ্য বাসাবো, ঢাকা - ১২১৪)

  • রেজিস্ট্রেশান এর শেষ তারিখঃ ১৪ই ফেব্রুয়ারী, ২০২০
  • রেজিস্ট্রেশান লিঙ্কঃ https://bit.ly/3brEiz0
  • রেজিস্ট্রেশান ফিঃ সম্পূর্ণ ফ্রি (আসন সীমিত)

  • যে কোন বিষয় জানার জন্য যোগাযোগ করুন ০১৩১৬৬৮৯০৭৭ অথবা ফেইসবুক মেসেঞ্জারে (m.me/informatiklab)

  • আমাদের সম্পর্কেঃ
    দীর্ঘ অনেক বছর ধরে আমরা বিশ্বের বেশ কয়েকটি দেশে (আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাজ্য, বেলজিয়াম ইত্যাদি) সফলতার সাথে আইটি সার্ভিস দিয়ে আসছি। বর্তমানে আমরা আমাদের সেবা দেশের জন্য, দেশের মানুষের জন্য নিয়ে আসছি। এই লক্ষে কাজ শুরু হয়েছে এবং ইতিমদ্ধে আমাদের কিছু লোকাল ক্লায়েন্ট ও হয়ে গেছে আলহামদুলিল্লাহ।

  • কেন আমাদের এই উদ্যোগঃ
    দেশের বেকারত্ব দূরীকরণ, বিশেষভাবে যুব সমাজ যেন আইটি সেক্টর এ দক্ষতা অর্জন করতে পারে এই লক্ষ্য নিয়ে আমাদের প্রথম সেমিনার এর আয়োজন।

  • কেন আমাদের সেমিনারে আসবেনঃ
    সবসময় সবাই কিছু ভালো সুবিধা নিতে চায়, ভালো কিছু শিখতে চায়, ভালো কিছু করতে চায়। কিন্তু অনেক ধরনের ঝামেলার কারণে সামনে আগাতে পারেনা। এইসব বিষয়গুলো মাথায় রেখে ভালো কিছু উদ্যোগ নিয়ে আমরা আসছি। বিস্তারিত প্রোগ্রাম এ শেয়ার করবো ইংশাআল্লাহ।

  • যাদের জন্য এই সেমিনারঃ
    আইটি সেক্টর এ কাজের অনেক আগ্রহ, যারা নিজেরাই কিছু একটা করতে চান, বিশেষভাবে যুবকরা পড়াশুনার পাশাপাশি এখনি নিজেকে দক্ষ আইটি বেক্তি হিসেবে দেখতে চান, একজন ভালো উদ্যোক্তা হতে চান চলে আসুন সেমিনারে। বিশেষভাবে S.S.C এবং H.S.C. স্টুডেন্টদের জন্য বিশেষ প্রশিক্ষনের বেবস্থা থাকবে ইংশাআল্লাহ।